ঢাকা, বৃহস্পতিবার   ০৯ জানুয়ারি ২০২৫

সেরা তরুণ ফুটবলার আর্জেন্টিনার ফার্নান্দেজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১০, ১৯ ডিসেম্বর ২০২২

বিশ্বকাপ ফুটবলের ২২তম আসরের দীর্ঘ এক মাসের লড়াইয়ের পর্দা নামলো কাতারে। ফাইনালে ফ্রান্সকে হারিয়ে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এবারের বিশ্বকাপে তরুণদের মধ্যে সবচেয়ে বেশি নজর কেড়েছেন আর্জেন্টিনার মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ।

দারুণ পারফরম্যান্সে বিশ্বকাপের সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন ২১ বছর বয়সী এই আর্জেন্টাইন।

রাশিয়া বিশ্বকাপে কিলিয়ান এমবাপের হাতে উঠেছিল এই পুরস্কার। এর আগে ব্রাজিলে অনুষ্ঠিত ২০১৪ বিশ্বকাপে আরেক ফরাসি তারকা পল পগবা হয়েছিলেন সেরা তরুণ ফুটবলার। 

মূলত বিশ্বকাপে অনূর্ধ্ব-২১ বছর বয়সী ফুটবলারদের ফিফা এই পুরস্কার দিয়ে থাকে। 

এবারের কাতার বিশ্বকাপে এই কৃতিত্ব অর্জনের লড়াইয়ে ছিলেন ক্রোয়েশিয়ার ইয়োসকো গভার্দিওল, আর্জেন্টিনার ফের্নান্দেজ ও ইংল্যান্ডের বুকায়ো সাকা। এছাড়াও তালিকা ছিলেন আরও বেশ কয়েকজন নজর কাড়া তরুণ। 

সবাইকে ছাড়িয়ে সেরা তরুণ খেতাব জিতলেন এই আর্জেন্টাইন।

আলো ছড়ানো বিশ্বকাপে দুর্দান্তে একটি গোলও করেন এনজো। গ্রুপ পর্বে মেক্সিকোর বিপক্ষে ‘বাঁচা-মরার’ ম্যাচে জালের দেখা পান তিনি। ম্যাচটি ২-০ গোলে জেতে লাতিন আমেরিকার চ্যাম্পিয়নরা।

ম্যাচ শেষে ফার্নান্দেজ বললেন, “দেশের হয়ে বিশ্বকাপ জিততে পারা তার জন্য সবচেয়ে বড় পাওয়া। দেশের হয়ে বিশ্বকাপ জেতার সুযোগ পাওয়া আমার কাছে অমূল্য। আমার পুরো পরিবার আজ এখানে। সারাজীবন হৃদয়ে এই স্মৃতি বয়ে নিয়ে যাব।”

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি