ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

সেরে ওঠছেন জয়সুরিয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫৯, ২৩ ফেব্রুয়ারি ২০১৮

ধীরে ধীরে সেরে ওঠছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটার সনাৎ জয়সুরিয়া। দীর্ঘদিন ধরে হাঁটুর ইনজুরিতে ভোগছিলেন তিনি। নিজ দেশে চিকিৎসা করেও কোন ফল পাচ্ছিলেন না। এরপর চিকিৎসা নেন ভারতে। সেখানেও কোন ফল পাননি। এরপর পাড়ি দেন অস্ট্রেলিয়ায়। ক্রাচেভর দিয়ে হাঁটার একটি ছবি ভাইরাল হওয়ার পরই আলোচনায় আসেন জয়সুরিয়া।

দীর্ঘদিন পর পায়ের সফল অস্ত্রোপাচারের পর ইতোমধ্যে অস্ট্রেলিয় চিকিৎসকরে তত্ত্বাবধানে ধীরে ধীরে সেরে ওঠছেন জয়সুরিয়া। অস্ট্রেলিয় চিকিৎসকের পাশাপাশি দুজন ভারতীয় চিকিৎসকও তার দেখাশুনা করেছেন। ইতোমধ্যে বাড়ি ফিরেছেন তিনি। সম্প্রতি তাঁর মেয়েকে নিয়ে একটি ছবি ফেসবুকে ভাইরাল হয়েছেন। জয়সুরিয়া বর্তমানে শ্রীলঙ্কা ক্রিকেট দলের প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করছেন।

সূত্র: ক্রিক ট্যাকার
এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি