সেলফি এক্সপার্ট এফথ্রি প্লাস বাজারে আনলো অপ্পো
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১৫:২১, ৫ এপ্রিল ২০১৭

নতুন ডুয়েল সেলফি ক্যামেরাসহ ‘সেলফি এক্সপার্ট এফথ্রি প্লাস’ বাজারে আনলো স্মার্টফোন ব্র্যান্ড মোবাইল কোম্পানি অপ্পো।
রাজধানীর একটি হোটেলে ‘এফথ্রি প্লাস’ ব্র্যান্ডের মোবাইল ফোনের মোড়ক উন্মোচন করা হয়। এতে রয়েছে ১২০ ডিগ্রী ওয়াইড অ্যাঙ্গেলে গ্র“প সেলফি ক্যামেরা। পহেলা এপ্রিল থেকে শো-রুম গুলোতে পাওয়া যাবে এফথ্রি প্লাস। এই ফোন মোবাইল ব্যবহারকারীদের চাহিদা মেটাতে সক্ষম হবে বলে মনে করেন অনুষ্ঠানের আয়োজকরা।
আরও পড়ুন