ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সেলফি রোগে আক্রান্ত কি না?

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১৯, ৩০ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

বাইল হাতে পেলেই সেলফি। ঘুরে ফিরে ছবি তোলার ভঙ্গি। কারণে অকারণে ছবি তোলা। তবে কি আপনি সেলফাইটিস রোগে আক্রান্ত? মোবাইলে ক্যামেরা থাকায় ছবি তুলতে প্রযুক্তি যেমন ফাস্ট, তার সাইড এফেক্ট তো থাকবেই। প্রযুক্তিতে যদি আপনি বেশি ঢুকে পড়েন তাহলে বিপদ বাড়বেই,সেরকমই বলছে তথ্য।

দেখে নিন সেলফাইটিস রোগের তিনটি ধাপ যার থেকে আপনি বুঝে যাবেন এই রোগে আপনি আক্রান্ত কিনা?

ক্রনিক সেলফাইটিস: যারা খুবই সেলফি তুলতে পছন্দ করেন, দিনে প্রায় ছয় থেকে সাত টার বেশি সেলফি তোলেন তারা এই ধাপে রয়েছেন। আর সেলফি যখন তুলেছেন তা সোশ্যাল মিডিয়ায় আপলোড তো করতেই হবে। দিনে দু-তিন বার প্রোফাইল পিকচার চেঞ্জ করা, সোশ্যাল স্যাবি যারা তারাও এই ধাপেই রয়েছেন।

বর্ডার লাইন সেলফাইটিস: এই ধাপে যারা রয়েছেন তারা সেলফি তোলেন তবে তা অনেকাংশে কম। কিন্তু এরা সেলফি তুললেও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে না। নিজের কাছেই রেখে দেয়। তাই এই ধাপের লোকেদের ভয় একটু কম। তবে সংখ্যা টা বেড়ে গেলেই বিপদ।

অ্যাকিউট সেলফাইটিস: এ ধাপে যারা রয়েছেন তারা সেলফি তুলে থাকেন তবে সংখ্যাটা কম, কিন্তু তারা খুব মাত্রায় সোশ্যাল-স্যাবি হয়ে থাকেন। তাদের প্রত্যেকটা ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করা চাইই চাই।

সূত্র- কলকাতা ২৪

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি