ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

সেল্টিককে গোল-বন্যায় ভাসালো পিএসজি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪২, ২৩ নভেম্বর ২০১৭ | আপডেট: ২১:৩৫, ২৩ নভেম্বর ২০১৭

ব্রাজিল তারকা নেইমার ও উরুগুয়ান স্ট্রাইকার এডিনসন কাভানির জোড়া গোলে সেল্টিককে ৭-১ গোলের ব্যবধানে পরাজিত করেছে পিএসজি। এ জয়ের ফলে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে পৌঁছে গেছে নেইমরারা।

গতরাতে ঘরের মাঠে পিএসজির শুরুটা হয় বাজে। ম্যাচের প্রথম মিনিটেই গোল খেয়ে বসে স্বাগতিকরা। ৯ মিনিটে ম্যাচে সমতা ফেরান নেইমার। আর ২২ মিনিটে আবারও গোল করে পিএসেজি লিড এনে দেন নেইমারই। ২৮ মিনিটে গোল করে ব্যবধান ৩-১ করেন কাভানি। ৩৫ মিনিটে এমবাপ্পে গোল করলে প্রথমার্ধেই ৪-১ ব্যবধানে এগিয়ে যায় পিএসজি।

বিরতির পর আরও তিনবার সেল্টিকের জালে বল পাঠায় পিএসজি। ৭৫ মিনিটে গোল করেন ভারাত্তি। এর চার মিনিট পর নিজের দ্বিতীয় ও দলের ষষ্ঠ গোলটি করেন কাভানি। ৮০ মিনিটে গোল করেন দানি আলভেজ। ম্যাচের বাকি সময় আর গোল না হলে ৭-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে নেইমার-কাভানিরা। এই জয়ের ফলে পাঁচ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপ থেকে শীর্ষে থেকেই শেষ ষোলেতে গেলো পিএসজি।

সূত্র : গোলডটকম

/এমআর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি