ঢাকা, রবিবার   ১৯ জানুয়ারি ২০২৫

সোমবার চীন যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা, আলোচনা হবে যেসব বিষয়ে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৫৬, ১৯ জানুয়ারি ২০২৫

আগামীকাল সোমবার (২০ জানুয়ারি) তিন দিনের সফরে বেইজিং যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌ‌হিদ হোসেন। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর এটি তার প্রথম দ্বিপক্ষীয় সফর। 

জানা গেছে, আঞ্চলিক রাজনীতি, তিস্তা বহুমুখী প্রকল্প ছাড়াও চীনের চলমান প্রকল্পগুলো নিয়ে আলোচনা হবে। এছাড়া ভবিষ্যতে বাংলাদেশে আরও বেশি বিনিয়োগ যাতে চীন করে সে বিষয়েও প্রস্তাব দেয়া হবে।   

এদিকে  পররাষ্ট্র উপদেষ্টার আসন্ন চীন সফর উপলক্ষে রোববার (১৯ জানুয়ারি) পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌ‌হিদ হোসেনের স‌ঙ্গে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। 

জানা গেছে, সাক্ষাতে পররাষ্ট্র উপদেষ্টার আসন্ন সফর নিয়ে আলোচনা হয়। 

আলোচনা শেষে সাংবাদিকদের ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানান, ভবিষ্যতে বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্ক আরও অটুট হবে।  

এসময় তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে চীনের আগের মতোই সম্পর্ক থাকবে। ভবিষ্যতেও দুই দেশের সম্পর্কে কোনো চিড় ধরবে না, বরং তা আরো গভীর হবে। 

রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, তৌ‌হিদ হোসেনের চীন সফর গুরুত্বপূর্ণ। দেশটি সবসময় বাংলাদেশে বন্ধু হিসেবে ছিল এবং ভবিষ্যতে থাকবে। তাদের সঙ্গে এদেশের আগের মতো সম্পর্ক থাকবে। ভবিষ্যতে তা আরো গভীর হবে। 

তিস্তা বহুমুখী প্রকল্প নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশের তরফে যেসব চুক্তির প্রস্তাব দেয়া হয়েছে সেগুলোর ব্যত্যয় ঘটবে না। তিস্তা প্রকল্প নিয়ে কাজ করে যাচ্ছে চীন। আমি মনে করি, এটার সমাধান হবে।

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে আহতদের সহযো‌গিতার বিষ‌য়ে চীনা রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ চাইলে চিকিৎসা সরঞ্জাম দিতে রাজি চীন। এদেশের মানুষকে সার্বিক সহযোগিতায় করতে চায় দেশটি।

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি