ঢাকা, শুক্রবার   ২১ ফেব্রুয়ারি ২০২৫

সৈকতে এসে ৬৭ তিমির মৃত্যু, ঝুঁকিতে আরও ৯০

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:০৬, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

অস্ট্রেলিয়ার তাসমানিয়া রাজ্যের একটি সমুদ্র সৈকতে আটকা ৬৭টি তিমির মৃত্যু হয়েছে। মৃত্যুর ঝুঁকিতে রয়েছে আরও ৯০ তিমিও। তবে, জীবিত তিমিগুলোকে উদ্ধারের জন্য জোর চেষ্টা চলছে বলে জানা গেছে। 

আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই সৈকতে ১৫৭টি তিমি আটকা পড়ে।  স্থানীয় সময় মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) তাসমানিয়ার উত্তর-পশ্চিম উপকূলে আর্থার নদীর কাছে এই ঘটনা ঘটে। আটকা পড়া তিমিগুলো ‘ফলস কিলার হোয়েল’ নামে পরিচিত।

তাসমানিয়ার পরিবেশ বিষয়ক দফতর ডিপার্টমেন্ট অব ন্যাচারাল রিসোর্স অ্যান্ড এনভাইরনমেন্ট এক বিবৃতিতে জানিয়েছে, তারা তিমিগুলোকে উদ্ধারের চেষ্টা করছে। সামুদ্রিক প্রাণী বিশেষজ্ঞরা ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন।

তাসমানিয়া পার্কস অ্যান্ড ওয়াইল্ডলাইফ সার্ভিসের কর্মকর্তা ব্রেন্ডন ক্লার্ক জানান, তিমিগুলো সম্ভবত ২৪ থেকে ৪৮ ঘণ্টা ধরে সেখানে আটকা পড়ে আছে। এদের মধ্যে ৯০টি এখনও বেঁচে আছে।

তিনি আরও বলেন, তিমিগুলোকে উদ্ধার করে সমুদ্রে ছেড়ে দেয়া সম্ভব কি না, তা বিশেষজ্ঞরা পরীক্ষা-নিরীক্ষা করে দেখছেন। তবে কাজটি খুবই চ্যালেঞ্জিং এবং উদ্ধারকর্মীদের জন্যও ঝুঁকিপূর্ণ।

কর্তৃপক্ষ জনসাধারণকে ঘটনাস্থল এড়িয়ে চলতে বলেছে এবং ওই এলাকায় প্রবেশাধিকার সীমিত করা হয়েছে।

সাম্প্রতিক বছরগুলোতে তাসমানিয়ায় এমন ঘটনা বেশ কয়েকবার ঘটেছে। ২০২০ সালে সবচেয়ে ভয়াবহ ঘটনায় ৪৭০টি পাইলট তিমি আটকা পড়েছিল, যার মধ্যে ৩৫০টি মারা যায়। তবে গত ৫০ বছরে একসাথে এতগুলো ফলস কিলার হোয়েল আটকা পড়ার ঘটনা এই প্রথম।

ফলস কিলার হোয়েল বৃহত্তম ডলফিন প্রজাতির মধ্যে একটি। এটি ৬ মিটার লম্বা এবং ১.৫ টন পর্যন্ত ওজন হতে পারে।

তিমিগুলো কেন সৈকতে আটকা পড়েছে, তা এখনও জানা যায়নি। তবে বিশেষজ্ঞরা মনে করেন, তারা শিকারের সময় দিশেহারা হয়ে তীরে আটকা পড়তে পারে। আবার দলের একটি তিমি ভুল পথে গেলে অন্যগুলোও তার পিছু পিছু গিয়ে আটকা পড়তে পারে।

তিমি অত্যন্ত সামাজিক প্রাণী এবং দলবদ্ধভাবে আটকা পড়ার ঘটনা এদের মধ্যে প্রায়ই দেখা যায়।

এমবি//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি