ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সৈকতে গোসল করতে নেমে পর্যটক নিখোঁজ

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১৬:০৪, ১০ অক্টোবর ২০২১ | আপডেট: ১৬:০৫, ১০ অক্টোবর ২০২১

কক্সবাজার সমুদ্র সৈকত

কক্সবাজার সমুদ্র সৈকত

Ekushey Television Ltd.

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে সাইফুল আসাদ (১৮) নামের এক পর্যটক নিখোঁজ হয়েছে। ‘জলতরঙ্গ’ পয়েন্টে গোসল করতে নেমে পানির স্রোতে ভেসে যায় সাইফুল। 

রোববার (১০ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে কক্সবাজার সমুদ্র সৈকতে হোটেল ‘জলতরঙ্গ’ পয়েন্টে গোসল করার সময় সে নিখোঁজ হয়। নিখোঁজ সাইফুল আসাদ কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের মুসলিমপাড়া এলাকার মোহাম্মদ নাসিরের ছেলে।

ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের অতিরিক্ত পুলিশ সুপার মো: মহিউদ্দিন আহমদ সত্যতা নিশ্চিত করে জানান, ২০ জনের একটি দল রোববার সকালে চকরিয়া থেকে কক্সবাজার ভ্রমণে আসে। সকাল থেকে পর্যটন স্পট হিমছড়ি থেকে শুরু করে নানা দর্শনীয় স্থান ভ্রমণ শেষে দুপুরে এদের ৬ জন ‘জলতরঙ্গ’ সৈকত পয়েন্টে গোসল করতে নামে। এক পর্যায়ে পানির স্রোতে ভেসে যায় সাইফুল। 

এ খবর পেয়ে স্থানীয় লাইভগার্ড কর্মীরা সৈকতের বিভিন্ন স্থানে উদ্ধার অভিযান শুরু করে। কিন্তু কোথাও তার খোঁজে পাওয়া যায়নি। এ ব্যাপারে দায়িত্বরত ট্যুরিস্ট পুলিশ ও লাইভগার্ড বিভিন্নস্থানে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে বলে জানান তিনি।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি