ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সৈয়দ আশরাফের বাসভবনে গেলেন কাদের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১২, ১১ নভেম্বর ২০১৭ | আপডেট: ১৯:৩১, ১১ নভেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দ আশরাফুল ইসলামের (সৈয়দ আশরাফ) বাসভবনে গিয়েছিলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ শনিবার দুপুরে স্ত্রীর মৃত্যুতে সমবেদনা জানাতে জনপ্রশাসনমন্ত্রী আশরাফের মিন্টো রোডের সরকারি বাসভবনে যান কাদের।

সৈয়দ আশরাফের স্ত্রীর জন্য দোয়া মাহফিলের দিন আজ শনিবার সকাল ১১টার দিকে তিনি তার বাসায় যান। বাসায় কিছুক্ষণ ওনারা দুজন বসে কথা বলেন। এসময় বাসায় আসার জন্য ওবায়দুল কাদেরের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান সৈয়দ আশরাফ।

শনিবার বিকাল ৩টায় সৈয়দ আশরাফের স্ত্রীর আত্মার শান্তি কামনা করে তাঁর বাসভবনে (বেইলি রোডে) মাহফিল অনুষ্ঠিত হয়। ওই সময় ঢাকার বাইরে দলীয় কর্মসূচি থাকায় দুপুরে ওবায়দুল কাদের সৈয়দ আশরাফের সঙ্গে দেখা করতে যান সেতুমন্ত্রী। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর তথ্য কর্মকর্তা শেখ ওয়ালীদ ফয়েজ এ তথ্য নিশ্চিত করেছেন।

আর/ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি