ঢাকা, রবিবার   ১৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সৈয়দ হকের প্রথম মৃত্যুবার্ষিকী আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১৯, ২৭ সেপ্টেম্বর ২০১৭ | আপডেট: ১১:২০, ২৭ সেপ্টেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের প্রথম মৃত্যুবার্ষিকী আজ বুধবার (২৭ সেপ্টেম্বর) গত বছর এই দিনে তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান

সৈয়দ হকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে শিল্পকলা একাডেমিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে। তিনি ১৯৩৫ সালের ২৭ ডিসেম্বর কুড়িগ্রাম জেলায় জন্মগ্রহণ করেন।

কবিতা, উপন্যাস, নাটক, ছোটগল্প, চলচ্চিত্র, গানসহ সাহিত্যে-সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে তার সাবলীল পদচারণার জন্য তাকে ‘সব্যসাচী’ লেখক বলা হয়ে থাকে।

তার প্রথম লেখা ১৯৫১ সালে ফজলে লোহানী সম্পাদিত ‘অগত্যা’ নামে একটি ম্যাগাজিনে ছাপা হয়েছিল। ১৯৫৬ সালে বিশ্ববিদ্যালয়ের ছাত্র অবস্থায় তার প্রথম উপন্যাস ‘দেয়ালের দেশ’ প্রকাশিত হয় । ১৯৬৬ সালে তিনি বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন।

বাংলা সাহিত্যে অসামান্য অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে ১৯৮৪ সালে একুশে পদক এবং ২০০০ সালে স্বাধীনতা পদকে ভূষিত করেন।

 

/আর/এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি