ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

সোনা আমদানির বৈধতা পাচ্ছে ১৮ প্রতিষ্ঠান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪৯, ১ ডিসেম্বর ২০১৯

বৈধভাবে সোনা আমদানির জন্য একটি ব্যাংকসহ ১৮টি প্রতিষ্ঠানকে লাইসেন্স দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। আমদানি কার্যক্রম সন্তোষজনক হলে নবায়ন করা হবে এই শর্তে আগামী দুই বছরের জন্য এ লাইসেন্স দেওয়া হবে। বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

অবৈধ পথে সোনা আমদানি ঠেকাতে এর আগে নীতিমালা করেছিল সরকার। ঐ নীতিমালা বাস্তবায়নে এ বছরের ১৯ মার্চ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সোনার ডিলার নিয়োগের আবেদন করার সুযোগ দেয় কেন্দ্রীয় ব্যাংক। এ সময়ে ৪৭টি প্রতিষ্ঠানের আবেদন যাচাই-বাছাই শেষে চতুর্থ প্রজন্মের মধুমতি ব্যাংকসহ ডায়মন্ড ওয়ার্ল্ড, আমিন জুয়েলার্স, ভেনাস জুয়েলার্স ও শারমিন জুয়েলার্সসহ ১৮ প্রতিষ্ঠানকে সোনা আমদানির অনুমোদন দেয়া হয়। আজ রোববার বিকেলে এ প্রতিষ্ঠানগুলোতে তাদের লাইসেন্স হস্তান্তর করা হবে।

জানা যায়, সারা দেশে ছোট-বড় ১ লাখ ২৮ হাজার সোনা ব্যবসায়ী আছেন। এর মধ্যে বিভিন্ন সংগঠনের সদস্যভু্ক্ত ব্যবসায়ী ৩২ হাজার। দেশে বছরে গড়ে ২০-৪০ টন স্বর্ণের চাহিদা রয়েছে। এতদিন কোনো নীতিমালা না থাকায় ৯০ শতাংশ অবৈধ পন্থায় এসব স্বর্ণ আসত।

এমএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি