ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

সোনামসজিদ স্থলবন্দরে ১০ সোনার বার উদ্ধার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩৪, ২২ মার্চ ২০১৮

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থল বন্দরের জিরো পয়েন্ট এলাকা থেকে ১০টি সোনার বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এর বাজার মূল্য প্রায় অর্ধ কোটি টাকা। তবে এই ঘটনায় কাউকে আটক করা যায়নি।

গতকাল বুধবার রাতে উদ্ধার হওয়া এসব সোনার ওজন এক কেজি ১৬০ গ্রাম বলে জানিয়েছে বিজিবি।

বৃহস্পতিবার সকালে ব্যাটালিয়ন সদর দপ্তরে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে চাঁপাইনবাবগঞ্জ ৫৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রাশেদ আলী এ তথ্য জানান। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল বুধবার রাত সোয়া ১২টার দিকে সোনামসজিদ স্থল বন্দরের জিরো পয়েন্টসংলগ্ন পানামা গেইট এলাকায় অভিযান চালায়। সেখান থেকে মালিকবিহীন অবস্থায় ১০টি সোনার বার উদ্ধার করে বিজিবির ওই দল। এসব সোনার বাজার মূল্য প্রায় অর্ধ কোটি টাকা। চোরাচালানিরা সোনা চোরাচালানের নতুন রুট হিসেবে সোনামসজিদ স্থল বন্দরকে বেঁছে নিয়েছে বলেও জানান কর্নেল।

একে// এআর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি