ঢাকা, শনিবার   ৩০ নভেম্বর ২০২৪

সোনার মোড়ে বখাটেদের আস্তানা সাময়িক বন্ধ

চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা

প্রকাশিত : ০০:১৩, ২৭ জুলাই ২০১৯ | আপডেট: ০৮:১৭, ২৭ জুলাই ২০১৯

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার সোনারমোড়ের একটি চায়ের দোকান থেকে জেলা আদর্শ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের ইভটিজিং করে স্থানীয় বখাটেরা। দোকনটিতে চায়ের আড্ডায় বসে বিভিন্ন সময় স্কুলগামী মেয়ের উত্ত্যাক্ত করে থাকে এমন অভিযোগে পুলিশ সেই দোকানটি সাময়িকভাবে বন্ধ করেছে। চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপারের নির্দেশনায় শুক্রবার বিকেলে বখাটেদের আস্তানা হিসেবে পরিচিত দোকানটিতে বন্ধের নোটিশ টাঙান সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. কবির হোসেন। বন্ধ হওয়া দোকনটি পৌর এলাকার রামকৃষ্টপুরের মো. মাহবুবের ছেলে শামীমের।  

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. কবির হোসেন বলেন, সোনার মোড়ের জেলা আদর্শ উচ্চ বিদ্যালয় সংলগ্ন এই দোকনটিতে দীর্ঘ সময়ধরে বখাটেরা আড্ডা দেয়। আড্ডার ছলেই তারা স্কুলগামী মেয়েদের উত্ত্যাক্ত করে থাকে। পাশে আরো একটি বেসরকারি স্কুলও রয়েছে। এখানে বখাটেদের অবাধ বিচরণ নিয়ন্ত্রণ করতেই পুলিশ সুপারের নির্দেশনায় দোকানটি সাময়িকভাবে বন্ধ করা হয়েছে।

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম বিপিএম-পিপিএম জানান, কোন অপরাধ সংঘটিত হওয়ার আগে সেটিকে নিয়ন্ত্রণ করা উচিৎ। পুলিশের ভাষায় সেটিকে প্রতিরোধমূলক ব্যবস্থা বলা হয়। মুলত কিশোররা ইভটিজিংয়ের মত সামাজিক অপরাধে জড়ায়। তিনি বলেন, কিশোররা সংঘবদ্ধ হওয়ার সুযোগ পেলেই চুরি, ছিনতাই, পকেটমার, মাদক সেবন, ইভ টিজিংসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ে। এসব আস্তানা বন্ধ করতে পারলে ইভটিজিংসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রন সম্ভব বলে জানান পুলিশ সুপার। 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি