ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

সোনারগাঁয়ে বাস-লরি সংঘর্ষে নিহত ৮

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫২, ২৬ ফেব্রুয়ারি ২০১৮ | আপডেট: ১৬:৪৩, ২৬ ফেব্রুয়ারি ২০১৮

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাস ও লরির সংষর্ষে অন্তত আটজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও কয়েকজন। সোমবার বেলা দেড়টার দিকে উপজেলার চিবরদী মুগরাপাড়া এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

নারায়ণগঞ্জ ট্রাফিক পুলিশের পরিদর্শক তসলিস হোসেন গণমাধ্যমকে জানান, লরির ধাক্কায় বাসটি উল্টে গেলে হতাহতের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে চারজনের লাশ রাখা হয়েছে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে।

দুর্ঘটনায় আহতদের মধ্যে ১৫ জনকে বেলা ২টার দিকে নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। পৌঁছানোর আগেই তাদের মধ্যে চারজনের মৃত্যু হয় বলে মেডিকেল পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া জানান।

ঢাকা মেডিকেলে যে চারজনের লাশ রয়েছে, তাদের মধ্যে শুভ সাহা নামের ১৬ বছর বয়সী এক কিশোরের পরিচয় পাওয়া গেছে। শুভ চাঁদপুরের হাজীগঞ্জের গোপাল সাহার ছেলে।

সোনারগাঁ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে যাদের লাশ রাখা হয়েছে, তাদের পরিচয়ও পুলিশ জানাতে পারেনি।
ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন ১৫ জনের মধ্যে  হাসান (২০), ফরহাদ হোসেন (২৮), আশিকুর রহমান (২৫), রাজু (২২), কালাম মিয়া ও মিজান নামে ৮ বছর বয়সী এক বালক রয়েছে।

/এআর/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি