ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

সোনালী অধ্যায় অতিবাহিত করছে ভারত-বাংলাদেশ: রীভা গাঙ্গুলী

প্রকাশিত : ২২:৫৭, ১৭ জুন ২০১৯

ভারতীয় হাই কমিশনার রীভা গাঙ্গুলী দাশ বলেন, দুই প্রধানমন্ত্রীর সৌহার্দ্যর ভিত্তিতে ভারত ও বাংলাদেশ সম্পর্কের সোনালী অধ্যায় অতিবাহিত করছে। পারস্পরিক সর্ম্পক এবং উভয় দেশের অর্থনৈতিক উন্নয়ন ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে মূল ভূমিকা পালন করছে।

সোমবার (১৭ জুন) সকালে দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র বোর্ড অব ডাইরেক্টর্স, ট্রেডবডি নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও সুশীল সমাজের সঙ্গে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারস্থ বঙ্গবন্ধু কনফারেন্স হলে এক মতবিনিময় সভায় মিলিত হন। সেখানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ২০১৮-১৯ সালে প্রায় ১০ বিলিয়ন ডলার দ্বিপাক্ষিক বাণিজ্যের মধ্যে বাংলাদেশের রপ্তানি ১.০৪ বিলিয়ন ছাড়িয়ে গেছে। এক্ষেত্রে তৈরি পোশাক রপ্তানি বৃদ্ধি পেয়েছে। ভারতের অনেক বিখ্যাত কোম্পানী যেমন: হিরো, টাটা ইত্যাদি ৫৭০ মিলিয়ন ডলার সরাসরি বিনিয়োগ করেছে। উভয় দেশের মধ্যে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি বাস্তবায়িত হলে বাংলাদেশের এলডিসি স্ট্যাটাস পরিবর্তিত হলেও অগ্রাধিকার ভিত্তিক বাণিজ্য অব্যাহত থাকবে। হাই কমিশনার বাংলাদেশ থেকে ভারতে রপ্তানি বৃদ্ধির ক্ষেত্রে অশুল্ক বাধাসমূহ দ্বিপাক্ষিক আলোচনার ভিত্তিতে দূর করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন।

চেম্বার প্রেসিডেন্ট মাহবুবুল আলম’র সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন চেম্বার সহ-সভাপতি সৈয়দ জামাল আহমেদ, পরিচালক অঞ্জন শেখর দাশ, নবনির্বাচিত পরিচালক এস. এম. আবু তৈয়ব, প্রাক্তন পরিচালক মাহফুজুল হক শাহ, জাপানের অনারারী কনসাল মোঃ নুরুল ইসলাম, কাস্টমস কমিশনার এম. ফখরুল আলম, দৈনিক পূর্বকোণ’র ব্যবস্থাপনা সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, দৈনিক সুপ্রভাত বাংলাদেশ’র সম্পাদক রুশো মাহমুদ, সাউদার্ণ ইউনিভার্সিটির প্রফেসর ইঞ্জি. এম. আলী আশরাফ, বিএসআরএম’র চেয়ারম্যান আলী হুসেইন আকবর আলী, বাফা’র সিনিয়র সহ-সভাপতি আমিরুল ইসলাম চৌধুরী ও উইম্যান চেম্বারের সি. সহ-সভাপতি ডাঃ মুনাল মাহবুব।

এ সময় অন্যান্যদের মধ্যে চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনার শ্রী অনিন্দ্য ব্যানার্জী, হাই কমিশনের ফার্স্ট সেক্রেটারী (পলিটিক্যাল) নবনিতা চক্রবর্তী, চেম্বার পরিচালকবৃন্দ এ. কে. এম. আক্তার হোসেন, জহিরুল ইসলাম চৌধুরী (আলমগীর), মোঃ অহীদ সিরাজ চৌধুরী (স্বপন), ছৈয়দ ছগীর আহমদ, হাসনাত মোঃ আবু ওবাইদা, মোঃ শাহরিয়ার জাহান, মোঃ আবদুল মান্নান সোহেল, নবনির্বাচিত পরিচালকবৃন্দ বেনাজির চৌধুরী নিশান, মোঃ এম. মহিউদ্দিন চৌধুরী, নাজমুল করিম চৌধুরী শারুন, সালমান হাবীব, তাজমীম মোস্তফা চৌধুরী ও সাকিফ আহমেদ সালাম, ইপিবি’র পরিচালক কংকন চাকমা, সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশন’র সাধারণ সম্পাদক আলতাফ হোসেন চৌধুরী (বাচ্চু) এবং বিভিন্ন সেক্টরের ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি