ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

সোনালী ব্যাংকে ‘সিনিয়র অফিসার’ পদে ৩৪ জনকে নিয়োগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:১৪, ১৮ সেপ্টেম্বর ২০১৮

রাষ্ট্রায়ত্ব সোনালী ব্যাংক লিমিটেডে সিনিয়র অফিসার পদে মুক্তিযোদ্ধা কোটায় সংরক্ষিত ৩৪টি শূন্য পদে লোকবল চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্যাংকটি। মুক্তিযোদ্ধার সন্তান এবং তাদের ছেলে মেয়েদের জন্য এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন। এ নিয়োগ দেখভাল করছে ব্যাংকার্স সিলেকশন কমিটি। 

পদের নাম- সিনিয়র অফিসার

পদের সংখ্যা- ৩৪টি

বেতনঃ

জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ২২০০০-৫৩০৬০ টাকা এবং নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধা দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতাঃ

ক) যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রী অথবা বা চার বছর মেয়াদি স্নাতক বা স্নাতক (সম্মান) হলে আবেদন করা যাবে।

খ) মাধ্যমিক স্কুল সার্টিফিকেট/ সমমান এবং তদূর্ধ্ব পর্যায়ে যেকোনো দুটিতে প্রথম বিভাগ বা শ্রেণি থাকতে হবে।

গ) এসএসসি ও এইচএসসি পর্যায়ে গ্রেডিং পদ্ধতিতে প্রকাশিত ফলের ক্ষেত্রে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ ৩.০০ তার বেশি (প্রথম বিভাগ), জিপিএ ২.০০ থেকে ৩.০০-এর কম (দ্বিতীয় বিভাগ) থাকতে হবে।

ঘ) বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে ৫ পয়েন্টে ৩.৭৫ বা তদূর্ধ্ব, যদি ৪ পয়েন্ট স্কেলে সিজিপিএ ৩.০০ বা বেশি হলে প্রথম বিভাগ। এবং ৫ পয়েন্ট স্কেলে ২.৮১ বা তার বেশি, ৪ পয়েন্ট স্কেলে ২.২৫ দ্বিতীয় বিভাগ বা শ্রেণি ধরা হবে।

বয়স

১ জুলাই ২০১৮ সালের মধ্যে বয়স ৩০ এর মধ্যে থাকতে হবে। বয়সের এফিডেভিট গ্রহণযোগ্য নয়।  

আবেদন করার সময়  

প্রার্থীকে ৭ অক্টোবর ২০১৮ মধ্যে আবেদন করতে হবে। 

আবেদন করবেন যেভাবে

বিস্তারিত জানতে-এই ওয়েব সাইটে ভিজিট করুন-www.erecruitment.bb.org.bd  এর অনলাইন  ফরম এর  মাধ্যমে আবেদন করা যাবে।

কেআই/

 

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি