ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সোমবার ঢাকার যেসব এলাকায় গ্যাস থাকবে না

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:২৪, ১৯ ডিসেম্বর ২০২১

Ekushey Television Ltd.

গ্যাস লাইন প্রতিস্থাপনের কাজের জন্য রাজধানী ঢাকার শ্যামপুর-জুরাইন এলাকায় সোমবার (২০ ডিসেম্বর) চার ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। 

রোববার (১৯ ডিসেম্বর) এক জরুরি বার্তায় তিতাস গ্যাস জানায়, সোমবার (২০ ডিসেম্বর) বেলা ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এসব এলাকায় গ্যাস থাকবে না।

তিতাস জানায়, পদ্মা সেতু প্রকল্পের অধীন পাগলা ওয়াসা গেট চাইনিজে তিতাস গ্যাস বিতরণ লাইনের প্রতিস্থাপন কাজের জন্য চার ঘণ্টা মুরাদপুর, শ্যামপুর শিল্প এলাকা, শ্যামপুর, জুরাইন, পোস্তগোলা ক্যান্টনমেন্ট ও ফরিদাবাদ এলাকার সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ কারণে আশপাশের এলাকাতেও গ্যাসের স্বল্প চাপ থাকতে পারে।

আরকে//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি