ঢাকা, বৃহস্পতিবার   ০৯ জানুয়ারি ২০২৫

সোমালিয়ায় ১৭ জনকে হত্যার দাবি আল শাবাবের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩৪, ২৯ সেপ্টেম্বর ২০১৭

জঙ্গি হামলায় ১৭ জন সেনাকে হত্যার দাবি করছে সোমালিয়ার জঙ্গি সংগঠন আল শাবাব। রাজধানী মোগাদিসুর বাইরে একটি সামরিক ঘাটিতে বন্দুক ও গাড়ি বোমা হামলায় ১৭জন সেনাকে হত্যা করেছে এবং ঘাটিটির নিয়ন্ত্রন নিয়েছে বলে দাবি করছে তারা। স্থানীয় ও সরকারি কর্মকর্তাগণও বিষয়টি নিশ্চিত করেছেন।

          আল শাবাব জঙ্গিবাহিনীর অপারেশন মুখপাত্র আবদিয়াসিস আবু মুসাদ রয়টার্সকে জানান, ‘ফজরের নামাজের পর আমাদের দুই মুজাহিদ আত্মঘাতী গাড়ি-বোমাসহ বেরির সামরিক ঘাটিতে হামলা চালাই। এবং আমরা ১৭জন সেনাকে হত্যা করেছি এবং ৭টি প্রযুক্তি যান নিয়ন্ত্রনে নিয়ে এসেছি ।’

         মোগাদিসুর ৫০কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত বেরির ঘাটিটি লোয়ার শেবেলে অঞ্চলের অন্তর্ভুক্ত। লোয়ার শেবেলে অঞ্চলের ডেপুটি গভর্নর আলি নুর হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে হতাহতের ব্যাপারে কিছু বলেননি তিনি।

সূত্র : রয়টার্স।

এমআর/এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি