ঢাকা, বুধবার   ১২ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

সোয়া ৪ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চলাচল স্বাভাবিক

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৪:০৬, ১২ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

গাজীপুরের বাঘের বাজার এলাকায় গোল্ডেন রিপিট গার্মেন্টসের সড়ক দুর্ঘটনায় এক নারী শ্রমিক নিহতের ঘটনায় প্রতিবাদে সোয়া ৪ ঘন্টা বিক্ষুব্ধ শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে। পরে যৌথবাহিনী হস্তক্ষেপে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।

বুধবার সোয়া ১২টার দিকে মহাসড়ক ছেড়ে যায় বিক্ষুব্ধ শ্রমিকরা। শ্রমিকদের দাবি অনুযায়ী পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়।

সকালে ওই কারখানার জান্নাতুল নামে এক নারী শ্রমিক অটোর চাপায় গুরুতর আহত হন। পরে হাসপাতালে সে মারা যায়। এই সংবাদ কারখানায় পৌঁছলে বিক্ষুব্ধ শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সকাল ৮টা থেকে ব্যারিকেট করে রাখে। 

শ্রমিকরা জানায়, এই অসুস্থ নারী শ্রমিকের পরিচয়পত্র গতকাল ফ্যাক্টরিতে রেখে দেয় কর্তৃপক্ষ। পরে সকালে সে কারখানায় প্রবেশ করতে গেলে তাকে প্রবেশ করতে দেওয়া হয়নি। এ সময় সে রাস্তা পার হতে গেলে একটি অটো গাড়ি তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়।

এ ঘটনার প্রতিবাদে ওই কারখানার বিক্ষুব্ধ শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সকাল আটটা থেকে অবরোধ শুরু করে। মঅবরোধের কারণে বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল। 

এ সময়  শ্রমিকেরা বিভিন্ন দাবি নিয়ে বিক্ষোভ করে। 

শ্রমিকদের দাবি অনুযায়ী তা পূরণে পুলিশ প্রশাসন আশ্বাস দিলে সোয়া ৪ ঘন্টা পর এই মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক। 

বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মোজাম্মেল হোসেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি