ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

সোরিয়াসিসের ওপর আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:১২, ৯ ফেব্রুয়ারি ২০২৩

সোরিয়াসিস অ্যাওয়ারনেস ক্লাব ও স্পিন নেটওয়ার্ক আয়োজিত সোরিয়াসিস ও এন্টিইনফ্লামেটরি স্কিন ডিজঅড'র এর ওপর ৪র্থ আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত অনুষ্ঠানের থিম ছিল দীর্ঘ মেয়াদি প্রদাহ জনিত চর্ম রোগ সম্পর্কে আলোচনা ও অভিজ্ঞতা আদান প্রদান।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ডা. মো. শরাফুদ্দিন আহমেদ, ভিসি, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ডাঃ. আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম, ডিজি, ডাইরেক্টরেট জেনারেল অফ হেলথ্ সার্ভিসেস, প্রফেসর ডা. এম. ইউ. কবির চৌধুরী, চিফ কন্সালন্টেন, ন্যাশনাল স্কিন সেন্টার, প্রফেসর ডা. এহসানুল কবির জগলুল, সভাপতি, বাংলাদেশ ডামালোজিকাল সোসাইটি। 

অনুষ্ঠানে ৭ জন আন্তর্জাতিক বক্তা ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোরিয়াসিস অ্যাওয়ারনেস ক্লাবের সভাপতি প্রফেসর ডা. মো. সামিউল হক। এ ছাড়া ছিলেন ডা. এম আবু হেনা চৌধুরী, সাধারণ সম্পাদক, সোরিয়াসিস অ্যাওয়ারনেস ক্লাব, প্রফেসর ডা. মুনীর রশীদ, সহ সভাপতি, সোরিয়াসিস অ্যাওয়ারনেস ক্লাব, প্রফেসর ডা : রাশেদ মো: খান, সহ সভাপতি, সোরিয়াসিস অ্যাওয়ারনেস ক্লাব ও দেশ বরেণ্য ডামাটোলজিস্ট।

এসি
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি