ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

সোশ্যাল ইসলামী ব্যাংকে “টেবিল টেনিস কোর্টের” উদ্বোধন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:১৫, ১৭ সেপ্টেম্বর ২০২৩

সোশ্যাল ইসলামী ব্যাংকের টেবিল টেনিস কোর্টের শুভ উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম বলেন “প্রতিদিন সকল ব্যাংকারের অন্তত: ১ ঘন্টা সময় খেলাধুলার পেছনে ব্যয় করা
উচিত”।

শুধু কাজ নয়, কাজ শেষে শারিরীক ও মানসিক উৎকর্ষের লক্ষ্যে ১৪ সেপ্টেম্বর ব্যাংকের প্রধান কার্যালয়ে টেবিল টেনিস কোর্ট স্থাপন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ফোরকানুল্লাহ ও আব্দুল হান্নান খান, বিভিন্ন বিভাগের প্রধানগণসহ
ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে জাফর আলম আরো বলেন, বিরতিহীন কাজের পর শরীর ও মনের অবসাদ দূর করতে পারে খেলাধুলা। ব্যাংকের কর্মকর্তাদের সুস্থ ও সুন্দর জীবন নিশ্চিতে খেলাধুলার বিকল্প নেই। তিনি বলেন, সকলকে উদ্দীপ্ত করার লক্ষ্যেই এই টেবিল টেনিস কোর্টের উদ্বোধন করা হলো যাতে অফিস শেষে ব্যাংকাররা খেলাধুলায়
অংশ নিতে পারে।

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি