ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

সোশ্যাল ইসলামী ব্যাংকের ৯২ জন চাষীর মধ্যে বিনিয়োগ বিতরণ

প্রকাশিত : ১৭:৩১, ২০ ফেব্রুয়ারি ২০১৯

সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড নোয়াখালী জেলার সুবর্ণচরের ৯২ জন সয়াবিন চাষীর মাঝে ৪ শতাংশ মুনাফায় কৃষি বিনিয়োগ প্রদান করে। এ উপলক্ষে ২০ ফেব্রুয়ারি ২০১৯ তারিখে সুবর্ণচর উপজেলা কমপ্লেক্সে স্থানীয় সয়াবিন চাষী ও ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে এক মতবিনিময় সভা আয়োজন করা হয়।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোঃ আবদুর রহিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সয়াবিন চাষীদের মাঝে বিনিয়োগের মঞ্জুরীপত্র বিতরণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসআইবিএল এর উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ সিরাজুল হক, নেদারল্যান্ডস দূতাবাসের সিনিয়র পলিসি এডভাইজর এ কে ওসমান হারুনী, সলিডারিড্যাড নেটওয়ার্ক, এশিয়ার কান্ট্রি ম্যানেজার সেলিম রেজা হাসান, সুবর্ণচর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ এইচ এম খায়রুল আনম চৌধুরী সেলিম এবং নোয়াখালী সদর উপজেলা পরিষদ এর চেয়ারম্যান শিহাব উদ্দিন শাহিন।

এছাড়াও সোনালী ব্যাংকের উপ মহা-ব্যবস্থাপক এবং নোয়াখালী জেলার আঞ্চলিক প্রধান মোঃ হারুন অর রশিদ ও সুবর্ণচর উপজেলার কৃষি কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু ওয়াদুদ।

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি