ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

সোসিয়েদাদের বিপক্ষে বার্সেলোনার জয়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩২, ১৬ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ১৬:৫৫, ১৬ সেপ্টেম্বর ২০১৮

লা লিগার এবারের মৌসুমে সোসিয়েদাদ বাধায় আটকে থাকেনি বার্সেলোনা। খেলার শেষ পর্যায়ে ২-১ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়তে পেরেছে লিওনেল মেসির দল।

১২ মিনিটের মাথায় গোল হজম করেছিল বার্সেলোনা। রিয়াল সোসিয়েদাদের পক্ষে গোল করেছিলেন আরিৎজ ইলুসোন্দো। প্রথমার্ধও ১-০ ব্যবধানে পিছিয়ে থেকেই শেষ করেছিল বার্সেলোনা। দ্বিতীয়ার্ধে অবশ্য কাতালানরা ঘুরে দাঁড়ায় দারুণভাবে। ৬৩ মিনিটে গোল শোধ করে খেলায় সমতা ফেরান লুইস সুয়ারেজ। আর ৬৬ মিনিটে দলের পক্ষে জয়সূচক গোলটি করেন ডেম্বেলে। শেষ পর্যন্ত এই ২-১ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়তে পেরেছে বার্সেলোনা।

রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে জয়ের পর বার্সেলোনার অন্যতম সেরা তারকা লুইস সুয়ারেজ বলেছেন, এই ম্যাচটা থেকেই বুঝতে পারা যায় যে লা লিগা কতটা কঠিন। গত বছরও আমরা পিছিয়ে পড়ে তারপর জয়ের দেখা পেয়েছি। আর তার আগে আট বা নয় বছর আমরা এখানে কোনো জয়ই পাইনি। ফলে এই জয়টা আমাদের অনেক আত্মবিশ্বাসী করে তুলবে।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি