সোসিয়েদাদের সঙ্গে হারে বার্সেলোনার উৎসব ম্লান
প্রকাশিত : ১১:৩২, ২১ মে ২০২৩
চ্যাম্পিয়বেশে মাঠে নেমেই হারের মুখ দেখলো বার্সেলোনা। রিয়াল সোসিয়েদাদের কাছে ২-১ গোলে হেরেছে জাভির শিষ্যরা।
গত ম্যাচে এস্পানিওলকে হারিয়ে ৪ ম্যাচ আগেই শিরোপা নিশ্চিত করে কাতালানরা। সোসিয়েদাদের বিপক্ষে ঘরের মাঠে এই ম্যাচটি ছিল উৎসব করার উপলক্ষ। তবে লেভানদোভস্কিদের সেই উদযাপন ম্লান করে দিয়েছে সোসিয়েদাদ।
ক্যাম্প ন্যু-তে ৫ মিনিটের মাথায় পিছিয়ে পড়ে বার্সা। শত চেষ্টা করেও গোল শোধ দিতে পারেইনি। উল্টো ৭২ মিনিটে আরও একটি গোল হজম করে লিগ চ্যাম্পিয়নরা।
শেষ মুহূর্তে লেভানদোভস্কির গোলে অবশ্য ব্যবধানটা কমায় বার্সেলোনা। এই ম্যাচ শেষে শিরোপা উৎসব করার পরিকল্পনা করেছিল কাতালান দলটির। কিন্তু সেই উৎসব ম্লান করে দিলো সোসিয়েদাদ।
শুধু তাই নয়, ঘরের মাঠে দলটির বিপক্ষে গত ২৪ ম্যাচের সবগুলো জিতেছিল কাতালান জায়ান্টরা। অথচ শিরোপা উৎসবের রাতে ইতিহাস বদলে দিলো সোসিয়েদাদ।
এ জয়ে লিগ টেবিলের শীর্ষ চারে থেকে পরের মৌসুমে চ্যাম্পিয়ন লিগ খেলার সম্ভাবনা উজ্বল করলো রিয়াল সোসিয়েদাদ।
এএইচ