ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সোহরাওয়ার্দী কলেজে ‘প্রাক্তন শিক্ষার্থী ফোরাম’এর আত্মপ্রকাশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৫২, ২১ মে ২০২৪ | আপডেট: ২০:৫৪, ২১ মে ২০২৪

Ekushey Television Ltd.

সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে 'প্রাক্তন শিক্ষার্থী ফোরাম' নামে একটি অরাজনৈতিক অলাভজনক একটি সংগঠন করা হয়। এই কমিটিতে মো : শফিকুল ইসলাম জাবেদকে আহ্বায়ক এবং মো: জসিম উদ্দিনকে সদস্য সচিব করে ২১ সদস্যদের কমিটি গঠন করা হয়।

সদস্য হিসবে মনির হোসেন রাজিব, আশিষ কুমার ব্যাপারী, প্রনয় পান্ডে ,সুশান্ত চন্দ সুমন ,সালাউদ্দিন সিকদার, রেজাউল করিম, সোহেল রানা, সাইফুল ইসলাম বাবুল, কামরুল হাসান কানন,শহিদুল ইসলাম মাহিন,কাউসার হক, আরিফ মিয়া, ইউনুসুর রহমান ,মাসুদ রানা, কামাল হোসেন, লিয়াকত হোসেন ,মহাম্মদ উজ্জল, নূর আলম আকাশ.,রাহাত হুসাইন প্রমুখ।

পুরোনো ঢাকার ঐতিহ্যবাহি এই কলেজের ছাত্র-ছাত্রীদের সমন্বয়ে সম্প্রীতির সেতুবন্ধন রচনা করার লক্ষে সকলের সঙ্গে সাধ্যমত পাশে থাকার অঙ্গীকার নিয়েই এই সংগঠনের আত্ম প্রকাশ করেছে। রাষ্ট্রের একজন সচেতন নাগরিক হিসেবে সকলের মাঝে শিক্ষার পরিবেশকে সুন্দর ও নান্দনিকভাবে পরিচালিত করার ক্ষেত্রে ফোরামটি সকল নেতৃবৃন্দ অগ্রনী ভূমিকা পালন করবে।

ফোরামের সকল সদস্যগনের জন্য, সেমিনার বিভিন্ন প্রশিক্ষন শিক্ষক, শিক্ষার্থীদের যে কোন প্রয়োজনে পাশে থেকে সর্বাত্মক সহযোগিতা করার অঙ্গীকার পোষণ করেছেন উক্ত ফোরামের সদস্যরা।

কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি