সোহাগপুর গণহত্যা দিবস আজ
প্রকাশিত : ০৯:১৭, ২৫ জুলাই ২০১৮
আজ ২৫ জুলাই সোহাগপুর গণহত্যা দিবস। ১৯৭১ সালের এ দিনে সকাল সাড়ে ৭টার দিকে শেরপুরের নালিতাবাড়ীর সোহাগপুর বেনুপাড়া গ্রামে পাকিস্তানি হানাদার ও আলবদর বাহিনী নারকীয় হত্যাযজ্ঞ চালায়। গ্রামের ১৮৭ জন পুরুষকে নির্মমভাবে গুলি করে ও বেয়নেট দিয়ে খুঁচিয়ে হত্যা করা হয়।
গ্রামের সব পুরুষকে হত্যা করায় স্বাধীনতার পর এ গ্রামের নাম হয় ‘বিধবাপল্লী’। দিনটিকে যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য প্রথমবারের মতো জেলা পুলিশের উদ্যোগে শহীদদের স্মরণে বৃক্ষ রোপণ, তিনটি মসজিদে দোয়া মাহফিল ও শহীদ স্বজন বিধবাদের সংবর্ধিত করা হবে বলে জানিয়েছেন শেরপুরের পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম।
স্থানীয় আওয়ামী লীগ ও সোহাগপুর বিধবাপল্লীর শহীদ স্বজনদের পক্ষ থেকে দিবসটি পালনের জন্য পৃথক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
এসএ/