ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

মুক্তিযুদ্ধে অবদান

সোহাগপুরের বিধবাদের জন্য বাড়ি নির্মাণের কাজ চলছে (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩১, ২২ মার্চ ২০১৮ | আপডেট: ১২:৪৩, ২২ মার্চ ২০১৮

মুক্তিযুদ্ধে শেরপুরের সোহাগপুর গণহত্যায় স্বামী-সন্তানহারা বিধবাদের জন্যে বাড়ি নির্মাণ হচ্ছে। শেষ বয়সে এসে এই প্রাপ্তিতে তাদের মুখে হাসি ফুটেছে। ২৪ জনের বাড়ি নির্মাণ কাজ শুরু হয়েছে সরকারি অনুদানে। বিধবা পল্লী এলাকায় স্কুল প্রতিষ্ঠারও দাবি জানিয়েছেন এলাকাবাসী।

১৯৭১ সালের ২৫ জুলাই হানাদার বাহিনী রাজাকারদের সহায়তায় নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী সোহাগপুর গ্রামে গণহত্যা চালিয়ে ১৮৭ জন নিরীহ মানুষকে হত্যা করে। এসময় বিধবা ও পরিবারহারা হন ৬২জন নারী।

এসব নারীদের মধ্যে নির্যাতনের শিকার ৬ নারী পেয়েছেন ‘নারী মুক্তিযোদ্ধা’র স্বীকৃতি। বাকী ১২ জনকে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতির যাচাই-বাছাইয়ের কাজ চলছে। এরই মধ্যে এসব বিধবাদের জন্যে সোহাগপুরে শুরু হয়েছে সরকারিভাবে বাড়ি নির্মাণ কাজ।

বিধবাদের জন্যে বরাদ্দ বাড়িতে থাকছে দুই কক্ষের থাকার ঘর, একটি রান্না ঘর, একটি গবাদি পশু রাখার ঘর।

৩০ নারীর মধ্যে বাকী ৬ জনের বাড়ির কাগজপত্র যাচাই বাছাই করে তাদেরও বাড়ি নির্মাণ করে দেয়া হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।

এদিকে এলাকার উন্নয়নে বীরকণ্যা পল্লীর আশপাশে প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠান দাবি স্থানীয়দের।

স্বাধীনতার ৪৭ বছর পর দেরিতে হলেও বিধবাদের প্রতি সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে এল্কাাবাসী।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি