সৌদি আরব পৌঁছেছেন ডোনাল্ড ট্রাম্প
প্রকাশিত : ১৮:৫৩, ২০ মে ২০১৭ | আপডেট: ১৯:০১, ২০ মে ২০১৭
দায়িত্ব নেয়ার পর প্রথম বিদেশ সফরে সৌদি আরব পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই দিনের সফরে বিশাল অংকের সৌদি-মার্কিন অস্ত্র চুক্তি হওয়ার কথা রয়েছে।
এছাড়াও প্রেসিডেন্ট অংশ নেবেন গালফ কো-অপারেশন কাউন্সিলের সম্মেলনে। সেখানে সিরিয়া যুদ্ধসহ আঞ্চলিক নিরাপত্তা নিয়ে কথা বলবেন আরব নেতাদের সঙ্গে। তাই ট্রাম্পের এ সফরকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছে রিয়াদ। স্থানীয় সময় সকাল দশটায় কিং খালিদ বিমানবন্দরে পৌঁছায় প্রেসিডেন্ট ট্রাম্পের বিমান-এয়ারফোর্স ওয়ান। সঙ্গে ছিলেন মার্কিন ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্প। বিমানবন্দরে তাকে স্বাগত জানান বাদশাহ সালমান। মার্কিন প্রেসিডেন্টকে দেয়া হয় লাল গালিচা সংবর্ধনা।
আরও পড়ুন