ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সৌদি আরব সফরে ৩৫ হাজার কোটিরও বেশি ডলারের চুক্তি করেছেন ট্রাম্প

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩২, ২১ মে ২০১৭ | আপডেট: ১৯:৩৪, ২১ মে ২০১৭

Ekushey Television Ltd.

সৌদি আরব সফরের প্রথম দিনে দেশটির সঙ্গে ৩৫ হাজার কোটিরও বেশি ডলারের চুক্তি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
স্থানীয় সময় শনিবার বিকেলে রিয়াদে এ চুক্তি সই হয়। এরমধ্যে ১১ হাজার কোটি ডলারের অস্ত্র চুক্তিও রয়েছে। এ ব্যাপারে যৌথ সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন বলেন, এ চুক্তির আওতায় প্রতিরক্ষা সরঞ্জামসহ অন্যান্য সহযোগিতা দেয়া হবে সৌদিকে। পাশাপাশি ইরানের হুমকি মোকাবেলা ও পুরো উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তাও নিশ্চিত করা হবে। এরআগে ট্রাম্পকে সর্বোচ্চ বেসামরিক সম্মাননা দেন সৌদি বাদশাহ সালমান। আজ রাতে আরব ইসলামিক আমেরিকান সামিটে অংশ নেবেন ট্রাম্প। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর এটাই ট্রাম্পের প্রথম বিদেশ সফর।

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি