ঢাকা, রবিবার   ২৯ ডিসেম্বর ২০২৪

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৪১, ২৫ জুন ২০১৭

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। বিভিন্ন দেশে ঈদের জামাতে মুসলিম উম্মাহ ও বিশ্বের শান্তি কামণা করে দোয়া করা হয়। সিরিয়াসহ যুদ্ধবিধ্বস্ত দেশগুলোতে স্বজন হারানোর বেদনাকে সঙ্গী করেই ঈদ উদযাপন করছে হাজারো মানুষ। 

বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে, ছড়িয়ে পড়েছে ঈদ আনন্দের বার্তা।

ভোর হতেই বাহারি পোশাকে ঈদের নামাজ আদায়ে বের হন সৌদি আরবসহ বিশ্বের বিভিন্ন দেশের মুসলিম সম্প্রদায়ের মানুষ। ধনী-গরিব নির্বিশেষে সব শ্রেণীর মানুষ এক কাতারে আদায় করেন নামাজ। হাজারো কণ্ঠে ধ্বনিত হয় শান্তির আহ্বান।

সৌদি আরবে মক্কায় পবিত্র কাবা শরীফের পাশে আত্মঘাতি বিস্ফোরণের পর পুরো দেশেই জোরদার করা হয়েছে নিরাপত্তা।

মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ায় ভ্রাতৃত্বের বন্ধন শক্তিশালী করার প্রত্যয়ে চলে ঈদ উদযাপন।

সিরিয়া, ইরাকসহ যুদ্ধবিধ্বস্ত দেশগুলোতে বরাবরের মতোই প্রিয়জন হারানোর কষ্ট নিয়েই ঈদ উদযাপন করছেন হাজারো মানুষ। শান্তি কামনায় হয় মোনাজাত।

ইয়েমেনে মহামারি কলেরা কেড়ে নিয়েছে ঈদের আনন্দ।

এছাড়া ইরান, তুরস্ক, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশে আনন্দ আয়োজনে চলছে ঈদুল ফিতর উদযাপন।


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি