ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

সৌদি আরবে আরও ৭ বাংলাদেশির মৃত্যু

সৌদি আরব প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৫৯, ২১ এপ্রিল ২০২০ | আপডেট: ১৫:০৪, ২১ এপ্রিল ২০২০

মৃত ৭ জনের মধ্যে ৬ জন

মৃত ৭ জনের মধ্যে ৬ জন

মরণব্যাধি করোনা ভাইরাস ও হৃদরোগে আক্রান্ত হয়ে সৌদি আরবের মক্কা-মদিনা ও জেদ্দায় একদিন ব্যবধানে আরও ৭ বাংলাদেশি রেমিটেন্স যোদ্ধার মৃত্যু হয়েছে। গত ২ মার্চ থেকে ২০ এপ্রিল পর্যন্ত করোনা ভাইরাসে ১৮ জন বাংলাদেশি মারা গেলেও একই সময়ের মধ্যে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্য হয় ৮০ জনেরও বেশি বাংলাদেশি রেমিটেন্স যোদ্ধার। 

বিশ্বের সবচেয়ে বড় শ্রম বাজার মধ্যপ্রাচ্য দেশ সৌদি আরবে করোনা পরিস্থিতি মোকাবেলা করতে গিয়ে দেশটির চলামান আইনে অনির্দিষ্টকালের কারফিউ জারী থাকায় নিজ নিজ বাসায় অবরুদ্ধ ও গৃহবন্দী অবস্থায় বেকার হয়ে অর্থ সংকট, মানসিক ও পারিবারিক চিন্তায় প্রতিদিন ঘটছে প্রবাসী মৃত্যুর ঘটনা।

গত ১৯-২০ এপ্রিল একদিনের ব্যবধানে সৌদিতে আরও ৭ বাংলাদেশি রেমিটেন্স যোদ্ধার মৃত্যু হয়েছে। এরা হলেন- 

করোনায় আক্রান্ত হয়ে জেদ্দার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রবাসী মোহাম্মাদ ফিরোজের (৩৫) মৃত্যু হয়। তিনি জেদ্দা কিং আবদুল আজিজ বিমানবন্দরে গ্রাউন্ড সার্ভিসের কর্মকর্তা ছিলেন। তিনি নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার ৩নং জিরতলী ইউনিয়নের বড় হোসেনপুর গ্রামের আখন্দ বাড়ীর রুহুল আমিনের একমাত্র পুত্র।

মক্কা নগরীর নিজ বাসায় স্ট্রোক করে মোহাম্মাদ মহিউদ্দিনের (৫০) মৃত্যু হয়। তিনি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সমিতির হাট ইউনিয়নের নিশ্চিন্তপুর চৌধুরী বাড়ীর আবদুর রউফের পুত্র।

সৌদি আরবে চিকিৎসাধীন অবস্থায় আবদুর নুরের (৫৩) মৃত্যু হয়। তার বাড়ী কানাইঘাট উপজেলার ৩নং দিঘিরপার ইউনিয়নের জয়ফৌদ গ্রামে।

ডায়াবেটিস ও শ্বাসকষ্ট নিয়ে মক্কা মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় আলহাজ্ব মনজুর আহমদের (৫৫) মৃত্যু হয়েছে। তিনি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের সিকদার পাড়ার মরহুম কাজেম আলী মাষ্টারের পুত্র।

মদিনা নগরীতে রাতে প্রবাসী মোহাম্মাদ মামুনের (৪০) মৃত্যু হয়। তিনি আল ফাহাদ নামে একটি কোম্পানির ড্রাইভার হিসাবে কর্মরত ছিলেন। তার বাড়ী ব্রাহ্মণবাড়ীয়া জেলায়।

করোনায় আক্রান্ত হয়ে মক্কার একটি হাসপাতালে মোঃ ইব্রাহিম খলিল (৪৫) নামে একজনের মৃত্যু হয়। সে ছাফা টাওয়ারের একটি কোম্পানিতে চাকরি করতেন।

এদিকে, গত ২০ এপ্রিল সৌদি আরবে নতুন করে মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১১২২ জন ও মৃত্যু হয়েছে ৬ জনের। তন্মধ্যে পবিত্র নগরী মক্কায় আক্রান্ত সর্বোচ্চ রেকর্ড ৪০২ জন। মোট আক্রান্তের সংখ্যা ১০ হাজার ৪৮৪ জন, মোট মৃতের সংখ্যা ১০৩ জন, মোট সুস্থ রোগীর সংখ্যা ১৪৯০ জন, চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৮৮৯১ জন, বাংলাদেশী মৃতের সংখ্যা ১৮ জন।

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি