ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সৌদি আরবে ঈদ ১ সেপ্টেম্বর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৪০, ২৩ আগস্ট ২০১৭

Ekushey Television Ltd.

সৌদি আরবের আকাশে মঙ্গলবার পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। তাই আগামী ৩১ আগস্ট বৃহস্পতিবার পবিত্র হজ অনুষ্ঠিত হবে। পরদিন ১ সেপ্টেম্বর শুক্রবার সেখানে ঈদুল আজহা পালন করা হবে। সাধারণত সৌদিতে চাঁদ দেখা যাওয়ার পরদিন আমাদের দেশে দেখা যায়। তাই ২ সেপ্টেম্বর বাংলাদেশে ঈদ হওয়ার সম্ভবনা রয়েছে।


সৌদি আরবের সর্বোচ্চ বিচারিক আদালত চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করে এই তারিখ ঘোষণা করেছে। বুধবার থেকে সৌদি আরবে জিলহজ মাস শুরু হয়েছে।

সৌদি আরবের পাশাপাশি সংযুক্ত আরব আমিরাত, ইন্দোনেশিয়া, জর্ডান ও মালয়েশিয়ায় জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। এর আগে পাকিস্তান গত শনিবার ঘোষণা দেয়, ২ সেপ্টেম্বর ঈদুল আজহা হতে পারে।

সাধারণত সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে চাঁদ দেখার একদিন পর বাংলাদেশের আকাশে চাঁদ দেখা যায়। আমাদের দেশের রেওয়াজও হয়ে দাঁড়িয়েছে যে, সৌদি আরবে ঈদ পালনের পরদিন ঢাকায় ঈদ হবে। সেই হিসাবে আজ সন্ধ্যার পর বাংলাদেশে চাঁদ দেখা গেলে ২ সেপ্টেম্বর পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।
//এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি