ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

সৌদি আরবে নিয়োগ পেল প্রথম নারী রাষ্ট্রদূত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:১৪, ১৯ ডিসেম্বর ২০১৭

সৌদি আরবে এই প্রথম একজন নারী রাষ্ট্রদূত নিয়োগ পেল। বিশ্বের প্রথম দেশ হিসেবে বেলজিয়াম তাদের রাষ্ট্রদূত নিয়োগ দিল। ডমিনিক মিনোর নামের ওই নারী রাষ্ট্রদূত আগামী বছরের শুরুতে সৌদি আরবে গিয়ে অফিস শুরু করবেন।

তিনি বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছেন। আগামী গ্রিষ্মে সৌদি আরবে যাবেন। সৌদি আরবের উত্তরাধিকারী যুবরাজ ও ভবিষ্যত রাজা মোহাম্মদ বিন সালমান তার দেশের আধুনিকীকরণের প্রতিজ্ঞা করেছেন। আর ওই আধুনিকায়ন প্রক্রিয়ার অংশ হিসেবে সৌদি আরবের নারীদেরকে গাড়ি, মোটর সাইকেল এবং ট্রাক চালানোর অনুমতি দেওয়া হয়েছে।

তবে সৌদি আরব এখনো আধুনিক বিশ্বের তুলনায় নারী-পুরুষের সমানাধিকারের বিষয়ে অনেক পিছিয়ে আছে।

ইতোমধ্যে সৌদি আরব সিনেমার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। যুবরাজ মোহাম্মদ বিন সালমানের প্রতিশ্রুত সংস্কার প্রক্রিয়ার অংশ হিসেবেই সিনেমার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। ওই ঘোষণায় চরম রক্ষণশীল রাজতান্ত্রিক রাষ্ট্র সৌদি আরব একটি ঝাঁকুনি খায়।

৩৫ বছর পর আগামী বছর থেকে দেশটিতে বাণিজ্যিক ভিত্তিতে ফের সিনেমা বানানো ও প্রদর্শণ করা যাবে। ভিশন-২০৩০ শিরোনামের এক সংস্কার পরিকল্পনার আওতায় এসব পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

২০১৫ সালে সৌদি নারীরা প্রথমবারের মতো নির্বাচনে ভোট দেওয়ার অধিকার পান। পৌর নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করার অনুমতি পান তারা। এমনকি ১৯ জন নারী প্রার্থী পৌর নির্বাচনে জয়ীও হন।

এর আগে ২০১০ সালে জর্জিয়া সৌদি আরবে নারী রাষ্ট্রদূত নিয়োগ দেওয়ার চিন্তা করেছিল। কিন্তু পরে তারা তাদের ওই পরিকল্পনা বাতিল করে।

 

 

এসি/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি