ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

সৌদি আরবে বাংলাদেশী শ্রমিকদের মানবেতর জীবনযাপন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০৭, ৩ মে ২০১৭ | আপডেট: ১০:৪৯, ৩ মে ২০১৭

প্রতারণার শিকার হয়ে সৌদি আরবের হারাজাতে মানবেতর জীবনযাপন করছেন দুশ’র বেশি বাংলাদেশী শ্রমিক। প্রায় এক বছর তারা আল খোদরী ক্লিনিং কোম্পানিতে চাকরি করলেও দালাল চক্রের খপ্পরে পড়ে বেতন পাচ্ছেন না কেউ-ই। অর্থাভাবে বাস করছেন খোলা আকাশের নিচে। এদিকে, সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস দিয়েছে বাংলাদেশ কনস্যুলেট।
উত্তপ্ত মরুর বুকে খোলা আকাশের নিচে আছেন এসব বাংলাদেশী শ্রমিকরা। দালাল চক্রের খপ্পরে পড়ে তারা সবাই এখন নিঃস্ব।
ভাগ্য পরিবর্তনের আশায় এক বছর আগে সৌদি আরবের হারাজাতে এসেছিলেন তারা। কেউ ফসলী জমি বিক্রি করে, কেউ চড়া সুদে ঋণ নিয়ে আর কেউবা বসত-ভিটে বন্ধক রেখে। ৬ থেকে ৭ লাখ টাকা খরচ করে দালাল ও সাপ্লাই কোম্পানির মাধ্যমে চাকরী নেন আল খোদরী ক্লিনিং কোম্পানিতে। তবে গত এগার মাস ধরে তাদের কেউ-ই বেতন পাচ্ছেন না।
কোম্পানি কর্তৃপক্ষ বলছে, সাপ্লাই কোম্পানীর কাছে শ্রমিকদের পাওনা পরিশোধ করে তাদের ফিরে যেতে বলেছেন তারা। কিন্তু সাপ্লাই কোম্পানীর দালালরা শ্রমিকদের কোন অর্থ না দিয়ে যোগাযোগ বন্ধ করে দিয়েছে।
বিষয়টি এরইমধ্যে জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের শ্রম কাউন্সিলকে অবগত করা হয়েছে। তাৎক্ষণিকভাবে একজন কর্মকর্তাকেও নিয়োগ দেয়া হয়েছে শ্রমিকদের সব ধরণের সহযোগিতার জন্য।

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি