ঢাকা, বুধবার   ০৮ জানুয়ারি ২০২৫

সৌদি আরবে বুধবার উন্মুক্ত হচ্ছে সামাজিক যোগাযোগ অ্যাপস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:০১, ১৭ সেপ্টেম্বর ২০১৭ | আপডেট: ২২:৫৪, ১৯ সেপ্টেম্বর ২০১৭

সামাজিক যোগাযোগ অ্যাপস দীর্ঘ সময় বন্ধ রাখার পর তা খুলে দিচ্ছে সৌদি আরব। বিশেষ করে কল এবং মেসেজ করার অ্যাপ স্কাইপ, ভাইবার, ইমো এবং হোয়াটসঅ্যাপসহ বেশকিছু জনপ্রিয় যোগাযোগ অ্যাপ নাগরিকদের জন্য খুলে দিতে যাচ্ছে সৌদি আরব সরকার।

আগামী বুধবার থেকে এসব অ্যাপস দেশটির নাগরিকরা ব্যবহার করতে পারবে বলে সৌদি যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী আবদুল্লাহ বিন আমের আল-সাওয়াহাহ এর বরাত দিয়ে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ)  ।  

এ ব্যাপারে আল-সাওয়াহাহ বলেন, আগামী বুধবার থেকে ইন্টারনেটে সহজে ভিডিও কল করার মাধ্যম স্কাইপ, ভাইবার, ইমো, হোয়াটসঅ্যাপসহ অন্যান্য অ্যাপ ব্যবহার করা যাবে। দেশটির যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় ও টেলিকমিউনিকেশন সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো সম্মিলিতভাবে এ সিদ্ধান্ত নিয়েছে। ইন্টারনেটে এ যোগাযোগ মাধ্যমগুলোতে বিনামূল্যে ছবি, ভিডিও, খুদেবার্তা পাঠাতে পারবেন ব্যবহারকারীরা।

এসব কার্যকরী পদক্ষেপের কারণে সৌদি আরবের ডিজিটাল সমাজ বিনির্মাণে ‘ভিশন-২০৩০’ বাস্তবায়নে আরো এক ধাপ এগিয়ে যাবে বলে বিশ্লেষকরা বলছেন।

ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি