সৌদি আরবে শপিং মলে প্রবাসীদের কাজে নিষেধাজ্ঞা
প্রকাশিত : ১০:১০, ২৬ এপ্রিল ২০১৭ | আপডেট: ১১:০৪, ২৬ এপ্রিল ২০১৭
সৌদি নাগরিকদের কর্মসংস্থান বাড়াতে দেশটির বিভিন্ন শপিং মলে প্রবাসীদের কাজে নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে সরকার। এ’ সিদ্ধান্ত কার্যকর হলে বিপাকে পড়বেন সৌদি আরবে কর্মরত কয়েক হাজার বাংলাদেশী। নতুন কর্মক্ষেত্র তৈরি না হলে দেশে ফেরত পাঠানোর শঙ্কায় রয়েছেন তারা।
শুধু তেলনির্ভর অর্থনীতি নয়, সৌদি আরবে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাসহ বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়ানোর বেশকিছু পরিকল্পনা নিয়েছে দেশটির সরকার। এর মধ্যে খুচরা দোকানগুলোতে সৌদি নাগরিকদের অংশগ্রহণ বাড়াতে প্রবাসীদের কাজের নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে দেশটি।
সরকারি হিসাব অনুযায়ি, দেশটির বিভিন্ন শপিংমলে ১৫ লাখ শ্রমিক রয়েছে। এদের মধ্যে মাত্র ৩ লাখ সৌদি নাগরিক। একইভাবে বেসরকারি বিভিন্ন খাতে সৌদি নাগরিকদের অংশগ্রহণ খুবই কম। তাই আগামী তিন বছরে বেসরকারি বিভিন্ন খাতে আরো সাড়ে ৪ লাখ সৌদি নাগরিকের কর্মসংস্থানের ব্যবস্থা করতে এ সিদ্ধান্ত।
যার কারণে বিপাকে পড়েছেন বিভিন্ন শপিংমলে কর্মরত প্রবাসী বাংলাদেশীরা। সিদ্ধান্ত কার্যকর হলে দেশটিতে কর্মরত অন্য বিদেশিদের সঙ্গে কয়েক হাজার বাংলাদেশী শ্রমিকও বেকার হয়ে পড়বেন। নতুন কর্মক্ষেত্র তৈরি না হলে দেশে ফিরে আসতে হবে বলে আশঙ্কা করছেন তারা।
প্রবাসীদের এ সমস্যার দিকে বাংলাদেশ সরকারকে নজর দেয়ার আহ্বান জানিয়েছেন সেখানে বসবাসরত বাংলাদেশীরা।
আরও পড়ুন