ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

সৌদি আরবের রিয়াদে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩৮, ৪ এপ্রিল ২০১৭ | আপডেট: ১৪:৫৫, ২৯ মে ২০১৭

সৌদি আরবের রিয়াদে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে একজন।

স্থানীয় সময় শুক্রবার ভোর রাতে ওয়াদি আল-দাওয়াসার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, ঢাকার দোহার থানার মোহাম্মদপুর গ্রামের মুসলিম মোল্লা, দোহার জয়পাড়ার সেলিম ও মানিকগঞ্জের আব্দুর রশিদ রমজান। আহত হারুনের বাড়ি ফরিদপুরের ভাঙ্গায়। তাকে স্থানীয় হাসপাতলে ভর্তি করা হয়েছে। নিহতের স্বজনরা জানায়, শ্রমিকদের চাকরি সংক্রান্ত চুক্তি করতে জিজানে গিয়েছিলেন ওই চার বাংলাদেশী। রাজধানী রিয়াদে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন তারা।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি