ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

সৌদি আরবের শিক্ষা ব্যবস্থায় আমুল পরিবর্তন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০২, ১০ মে ২০১৭ | আপডেট: ১৬:৫৯, ১০ মে ২০১৭

শিক্ষা ব্যবস্থায় আমুল পরিবর্তন এনেছে সৌদি আরব। বাংলাদেশী শিক্ষার্থীদের জন্য দেশটি হতে পারে উচ্চশিক্ষার আদর্শ স্থান। বর্তমানে সৌদি আরবে আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয়গুলো স্কলারশিপের মাধ্যমে বিদেশী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ দিচ্ছে। তবে এ বিশ্ববিদ্যালয়গুলোতে অন্য দেশের শিক্ষার্থীদের তুলনায় বাংলাদেশীর সংখ্যা খুবই কম। অনেকে আবার জানেই না সৌদি আরবে উচ্চশিক্ষার সুযোগ-সুবিধার কথা।
প্রবাসী বাংলাদেশীদের একটি বড় অংশ থাকে সৌদিআরবে। উন্নত রাষ্ট্রের দিকে ধাবিত হওয়া দেশটির শিক্ষা ব্যবস্থাতেও বৈপ্লবিক উন্নতি হচ্ছে। আন্তর্জাতিক মানসম্পন্ন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপের মাধ্যমে বিভিন্ন দেশের বহু শিক্ষার্থী উচ্চশিক্ষার সুযোগ পাচ্ছে।
তবে বাংলাদেশের অনেক শিক্ষার্থী সৌদি আরবে উচ্চশিক্ষার সুযোগসুবিধার বিষয়ে তেমন কিছু জানেনা। দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ইসলামী শিক্ষার পাশাপাশি বিজ্ঞানভিত্তিক বিষয়গুলোর লেখাপড়ার মানও বেশ উন্নত। বিশ্ববিদ্যালয়গুলোতে অনান্য দেশের শিক্ষার্থীদের তুলনায় বাংলাদেশী শিক্ষার্থীর সংখ্যা খুবই কম।
রাজধানী রিয়াদের কিং সউদ বিশ্ববিদ্যালয়, জেদ্দার কিং আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয়, দাম্মাম বিশ্ববিদ্যালয়, মক্কা উম্মুল খোরা বিশ্ববিদ্যালয়সহ আন্তর্জাতিক মানসম্পন্ন বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় বিভিন্ন দেশের শিক্ষার্থীদের স্কলারশিপের মাধ্যমে অধ্যয়নের সুযোগ দিচ্ছে।
বাংলাদেশী শিক্ষার্থীদের এসব বিশ্ববিদ্যালয়ে নিতে আগ্রহ প্রকাশ করেছেন শিক্ষরাও।

 

 

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি