সৌদি আররে রমজান মাসের চাঁদ দেখা যায়নি
প্রকাশিত : ১১:৩৫, ২৬ মে ২০১৭
সৌদি আরব ও কাতারে বৃহস্পতিবার পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি। এ কারণে ওই দুটি দেশ, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, লেবাননসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আগামী ২৭ মে শনিবার থেকে রোজা শুরু হচ্ছে।
মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস ও আলজাজিরা এই তথ্য জানিয়েছে। সাধারণত সৌদি আরবের একদিন পর বাংলাদেশের আকাশে চাঁদ দেখা যায়। সেই হিসেবে আগামী রোববার বাংলাদেশে পবিত্র রোজা শুরু হচ্ছে। কাতার সরকারের বরাত দিয়ে আলজাজিরা জানিয়েছে, আজ বৃহস্পতিবার রমজান মাসের চাঁদ দেখা যায়নি। কাল দেখা যাবে। আর এ কারণে রমজান মাস শুরু হচ্ছে আগামী শনিবার।
আরও পড়ুন