ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

সৌদি ক্লাব আল হিলালকে অপেক্ষা করতে বললেন মেসি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪৯, ৬ জুন ২০২৩

সৌদি ক্লাব আল হিলালকে এক বছর অপেক্ষা করতে বলেছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি।

ইতিমধ্যে পিএসজির সঙ্গে সম্পর্ক চুকে গেছে লিওর। এবার গন্তব্য হিসেবে সাবেক ক্লাব বার্সেলোনা ও সৌদির আল হিলালই সম্ভাবনার শীর্ষে। 

সম্প্রতি বার্সেলোনার আর্থিক ফেয়ার প্লের উপস্থাপিত পরিকল্পনার অনুমোদন দিয়েছে লা লিগা কর্তপক্ষ। এরপর থেকেই আলোচনার সবটুকু জুড়েই কাতালান ক্লাবটি। 

সবশেষ গোল ডটকমের তথ্য মতে লিওনেল মেসির পক্ষের সঙ্গে বৈঠক হয়েছে সৌদির একটি প্রতিনিধি দলের। সেখানে লিওর সৌদি ক্লাবে যোগদানের বিষয়টি ২০২৪ সাল পর্যন্ত স্থগিত রাখার অনুরোধ জানানো হয়েছে।

এদিকে, মেসির বাবা চান তার ছেলে বার্সেলোনার হয়ে খেলুক। বার্সা সভাপতির সঙ্গে বৈঠক করে মেসির সঙ্গে বার্সেলোনার চুক্তির ব্যাপারেও কথা সেরে ফেলেছেন তিনি। যদিও এ বিষয়ে হোর্হে মেসি আনুষ্ঠানিক কিছুই জানাননি।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি