ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

সৌদি প্রো-লিগের প্রথম ম্যাচে রোনালদোর দলের হার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২৫, ১৫ আগস্ট ২০২৩

সৌদি প্রো-লিগের প্রথম ম্যাচে হোঁচট খেলো ক্রিশ্চিয়ানো রোনালদোর আল নাসর। আল ইত্তিফাকের কাছে ২-১ ব্যবধানে হেরেছে তারা।

প্রতিপক্ষের মাঠে শুরুতে আক্রমণাত্মক খেলে আল নাসর। গোলও পেয়ে যায় দ্রুত। মাত্র ৪ মিনিটে দলকে লিড এনে দেন বায়ার্ন থেকে নাসরে যোগ দেয়া সেনেগাল সুপারস্টার সাদিও মানে। 

তবে শেষ পর্যন্ত খেলার ধার ধরে রাখতে পারেনি দলটি। 

দ্বিতীয়ার্ধের শুরুতে গোল শোধ দেয় আল ইত্তিফাক। আর ৬ মিনিটের ব্যবধানে লিড নেয় তারা। 

পরে সমতায় ফিরতে মরিয়া চেষ্টা চলালেও প্রতিপক্ষের রক্ষণ দেয়াল ভাঙতে পারেনি আল নাসর। ইনজুরি থাকায় এই ম্যাচে খেলেননি ক্রিশ্চিয়ানো রোনালদো।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি