ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

সৌদি বাদশাহ’র প্রাসাদ থেকে ১১ প্রিন্স গ্রেফতার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৫৬, ৬ জানুয়ারি ২০১৮ | আপডেট: ২৩:৫৬, ৬ জানুয়ারি ২০১৮

সৌদি আরবের পুলিশ দেশটির বাদশাহ’র প্রাসাদ থেকে ১১ জন রাজপুত্রকে গ্রেফতার করেছে। প্রাসাদে প্রতিবাদ এবং প্রাসাদ ত্যাগের নির্দেশ অমান্য করায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার স্থানী স্থানয়ি গণমাধ্যম অনলাইন ‘সাবক’ প্রত্রিকার এক প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়।

সৌদি সরকার প্রিন্সদের বিদ্যুৎ ও পানির বিল পরিশোধ করতো। কিন্তু বাদশা সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ সরকারের পক্ষ থেকে এসব বিল পরিশোধ বন্ধ করার নির্দেশ দিন। নির্দেশ দেওয়ার পর প্রিন্সরা এর প্রতিবাদ জানায়। এর ফলে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান স্থানীয় এ প্রত্রিকাকে।

সূত্র: অ্যারাব নিউজ

এম/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি