ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সৌদি লিগে ফের রোনালদোর হ্যাটট্রিক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২৪, ২৬ ফেব্রুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

সৌদি প্রো লিগে আবারও হ্যাটট্রিক করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এনিয়ে আল নাসরের সবশেষ নয় গোলে সরাসরি অবদান রাখলেন সিআরসেভেন। সৌদি আরবের ক্লাবটির হয়ে লিগে ৫ ম্যাচে করলেন ৮ গোল।

শনিবার সিআর সেভেনের যাদুতে ডাম্যাকোর বিপক্ষে ৩-০ গোলে জিতেছে আল নাসের। সবগুলো গোলই আসে পর্তুগিজ তারকার পা থেকে।

সবশেষ তিন ম্যাচে এটি তার দ্বিতীয় হ্যাটট্রিক। আল ওয়েহদার বিপক্ষে ৪-০ ব্যবধানের জয়ে সবকটি গোল করেন রোনালদো। পরের ম্যাচে আল তাওনের বিপক্ষে ২-১ ব্যবধানের জয়ে অবদান রাখে দুটি গোলে।

প্রিন্স আব্দুল আজিজ স্টেডিয়ামে ১৮ মিনিটে পেনাল্টি থেকে প্রথম গোল পান রোনালদো। পাঁচ মিনিট পরে নিজের জোড়া পূর্ণ করেন পর্তগিজ সুপারইস্টার। 

আক্রমণের ধারা ধরে রেখে বিরতির এক মিনিট আগে হ্যাটট্রিক পূর্ণ করে দলকে ৩-০ ব্যবধানে এগিয়ে দেন রোনালদো। 

দ্বিতীয়ার্ধে খেলার ধার কমে আসে আল নাসরের। ঘরের মাঠে ডাম্যাকো বেশ কিছু সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি। 

১৮ ম্যাচ শেষে ৪৩ পয়েন্ট নিয়ে প্রো-লিগের শীর্ষে আছে রোনালদোর আল নাসের।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি