ঢাকা, বুধবার   ০৪ ডিসেম্বর ২০২৪

‘সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত সবাই ভারতীয়’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৩৫, ১৪ জুলাই ২০১৭ | আপডেট: ২১:১৬, ২১ জুলাই ২০১৭

সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় নাজরান প্রদেশে একটি ভবনে অগ্নিকাণ্ড ১১ শ্রমিক নিহত হয়েছেন। নিহত ১১ জন শ্রমিকই ভারতীয় নাগরিক। নিহতদের মধ্যে কোনও বাংলাদেশি নেই বলে জানিয়েছে জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেট। তবে ওই অগ্নিকাণ্ডের ঘটনায় একজন বাংলাদেশি শ্রমিক আহত হয়েছেন।

বৃহস্পতিবার বিকেলে জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন জেদ্দা বাংলাদেশের কনসাল জেনারেল এফ এম বোরহান উদ্দিন। তিনি বলেন, ‘নাজরানা প্রদেশের অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলাদেশি কোনো শ্রমিকের মৃত্যু হয়নি। আমাদের একজন শ্রমিক আহত হয়েছেন। সৌদি পুলিশ জানায় নিহত ১১ জনই ভারতীয় নাগরিক।’

ওই ঘটনায় আহত বাংলাদেশি শ্রমিকের নাম হায়াতুরনবী। তার গ্রামের বাড়ি কুমিল্লা সদর দক্ষিণের  মিতাল্লা গ্রামে।

সংবাদ সম্মেলনের এ সময় আরও উপস্থিত ছিলেন শ্রম কাউন্সিলর আমিনুল ইসলাম কাউন্সিলর আলতাফ হোসেন, কাউন্সিলর আজিজুর রহমান প্রমুখ।

গত বুধবার সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় নজরান প্রদেশে একটি ভবনে অগ্নিকাণ্ডে ১১ শ্রমিক নিহত হন। নিহতদের মধ্যে বেশ কয়েকজন বাংলাদেশি বলে তখন আশঙ্কা করা হয়েছিলো।

নজরান প্রদেশের পুলিশ ও দমকল কর্মীরা জানায়, জানালাবিহীন পুরনো ওই ভবনটিতে বাংলাদেশি ও ভারতীয় নাগরিকরা বসবাস করতেন।

ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করেছেন নাজরান প্রদেশিক গভর্নর প্রিন্স জেলুবি বিন আবদেল আজিজ বিন মুসায়েদ।

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি