ঢাকা, মঙ্গলবার   ০১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সৌদিতে অবস্থানকারী ১৩ রোহিঙ্গাকে বাংলাদেশে পাঠানো হয়েছে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩২, ৮ জানুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

সৌদি আরবে অবৈধভাবে অবস্থানকারী ১৩ রোহিঙ্গাকে বাংলাদেশে পাঠানো হয়েছে। মঙ্গলবার সৌদি আরবের জেদ্দা থেকে রাত ২টায় সৌদি এয়ার (এসভি ৮০২) বিমানযোগে তাদেরকে বাংলাদেশে পাঠিয়েছে।

বর্তমানে তারা ঢাকা ইমিগ্রেশন হেফাজতে আছেন। তাদের মিয়ানমারের পরিবর্তে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। আটককৃতরা দাবি করেন, তারা বাংলাদেশি নয়, তারা মিয়ানমারের।

তাদের বেশিরভাগই হজ পালনের ভিসা নিয়ে সৌদি আরবে গিয়েছিলেন। কিন্তু পরে দেশে ফিরে না গিয়ে সেখানে অবৈধভাবে বাস করতে এবং কাজ করতে শুরু করেন।

তাদের অধিকাংশই ভুটান, মালদ্বীপ, ভারত ও বাংলাদেশের পাসপোর্ট ব্যবহার করে সৌদিতে গেছেন। তারা ছয়-সাত বছর ধরে সৌদির কারাগারে বন্দি রয়েছেন।

তথ্যসূত্র: আল-জাজিরা

এমএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি