সৌদিতে আড়াই লাখ প্রবাসী গ্রেফতার
প্রকাশিত : ১৬:১০, ২৩ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ১৫:১৩, ৮ জানুয়ারি ২০১৮
সৌদিতে গত পাঁচ সপ্তাহে দুই লাখ ৫৩ হাজার ৮৬ জন প্রবাসীকে গ্রেফতার করা হয়েছে। সৌদি আরবের বাসিন্দা ও শ্রম আইন লঙ্ঘনের বিরুদ্ধে চালানো অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে ৫৪ হাজার প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। আরও ৪১ হাজার প্রবাসীকে ফেরত পাঠানোর অপেক্ষায় রাখা হয়েছে। শুক্রবার সৌদি প্রেস অ্যাজেন্সির খবরে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
গত ১৫ নভেম্বর থেকে শুরু হওয়া ওই অভিযানে বৃহস্পতিবার পর্যন্ত এক লাখ ৩৬ হাজার নয়শ ৯৭ জনকে গ্রেফতার করা হয় বাসিন্দা সংক্রান্ত আইন লঙ্ঘনের অভিযোগে। এছাড়াও শ্রম আইন লঙ্ঘনের দায়ে ৮৩ হাজার একশ ৫১ জনকে গ্রেফতার করা হয়। এবং আরও ৩২ হাজার নয়শ ৩৮ জনকে গ্রেফতার করা হয় সীমান্ত সংক্রান্ত আইন অমান্য করার অভিযোগে।
সীমান্ত অতিক্রম করে সৌদিতে প্রবেশের চেষ্টা করতে গিয়ে গ্রেফতার হয় তিন হাজার একশ ৫৬ জন । এর মধ্যে ৭৬ শতাংশ ইয়েমেনের নাগরিক।
এখন পর্যন্ত ৫৪ হাজার ৯২ জনকে তাদের নিজ দেশে ফেরে পাঠানো হয়েছে। এছাড়াও আরও ৪১ হাজার তিনশ ২৬ জনকে দেশে ফেরত পাঠানো হবে।
সূত্র: সৌদি গেজেট
একে/এমআর
আরও পড়ুন