ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

সৌদিতে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২৬, ৫ জুলাই ২০২০ | আপডেট: ১১:৪৫, ৫ জুলাই ২০২০

কোভিড-১৯‘র সংক্রামণ ঠেকাতে নাগরিকদের স্বাস্থ্যবিধি মানতে বলেছে সৌদি প্রশাসন- আনাদোলু এজেন্সি

কোভিড-১৯‘র সংক্রামণ ঠেকাতে নাগরিকদের স্বাস্থ্যবিধি মানতে বলেছে সৌদি প্রশাসন- আনাদোলু এজেন্সি

কাছাকাছি সময়ের মধ্যে পবিত্র হজ্ব অনুষ্ঠিত হবে। এরই মধ্যে সৌদি আরবে প্রাণঘাতী করোনার সংক্রমণ ও প্রাণহানি বেড়ে চলছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে প্রথমবারের মতো ৫৬ জন মানুষের মৃত্যু হয়েছে। খবর আরব নিউজ’র। 

সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত একদিনে ৪ হাজার ১২৮ জনের শরীরে করোনার সংক্রমণ পাওয়া গেছে। এতে করে আক্রান্ত বেড়ে ২ লাখ ৫ হাজার ৯২৯ জনে দাঁড়িয়েছে। একই সময়ে প্রাণ গেছে ৫৬ জনের। যা ২৪ ঘণ্টার মৃতের নিরিখে সর্বোচ্চ। এ নিয়ে ইসলামী প্রজাতান্ত্রিক দেশটিতে প্রাণহানি বেড়ে ১ হাজার ৮৫৮ জনে দাঁড়িয়েছে। 

তবে আশার কথা হলো, অন্যান্য দেশের তুলনায় এখানে সুস্থতার হার অনেক বেশি। এখন পর্যন্ত ১ লাখ ৪৩ হাজারের বেশি করোনা রোগী সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন। এর আগে গত ২ মার্চ সৌদি আরবে প্রথম করোনা রোগী শনাক্ত হয়।

এদিকে বাংলাদেশ সময় আজ রোববার সকাল পর্যন্ত বিশ্বে করোনাক্রান্তের সংখ্যা ১ কোটি ১৩ লাখ ৭২ হাজার ২০২ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ১ লাখ ৮৯ হাজার ৬২৬ জন মানুষ। অপরদিকে প্রাণহানি ঘটেছে আরও প্রায় সাড়ে ৪ হাজার মানুষের। ভাইরাসটি সংক্রমণে এখন পর্যন্ত বিশ্বের ৫ লাখ ৩২ হাজার ৮৬৪ জনের মৃত্যু হয়েছে। 

এআই/এমএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি