ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

সৌদিতে গুপ্তঘাতকদের ছুরিকাঘাতে পুলিশ সদস্য নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৮, ৩১ মে ২০১৮

সৌদি আরবে গুপ্তঘাতকদের হামলায় এক ট্রাফিক পুলিশ নিহত হয়েছেন। দেশটির তাইফ শহরে এ হামলার ঘটনা ঘটে। এদিকে হামলার পরপরই হামলাকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। এতে এক হামলাকারীও আহত হয়েছেন।

গতকাল বুধবার তাইফ শহরে দুই হামলাকারী ট্রাফিক পুলিশকে লক্ষ্য করে হামলা চালায়। এ সময় ছুরিকাঘাতে এক পুলিশের মৃত্যু হয়। হামলার পরই ঘাতকরা পুলিশের অস্ত্র ও গাড়ি কেড়ে নিয়ে সেনা ক্যাম্পে ঢুকে পড়ে। এরপরই নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে জড়ায় তারা। তবে বন্দুকযুদ্ধে এক হামলাকারী আহত হয়েছেন। পরে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন এক পুলিশ কর্মকর্তা।

সৌদি আরবের অনলাইন পোর্টাল সাবাকের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, হামলাকারীদের সঙ্গে বন্দুকযুদ্ধে সেনা কর্মকর্তাও আহত হয়েছেন। তবে এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি দেশটির অভ্যন্তরীণ মন্ত্রণালয়।

সূত্র: রয়টার্স
এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি