ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সৌদিতে লিফট ছিঁড়ে এক বাংলাদেশির মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩৫, ৬ অক্টোবর ২০১৭

Ekushey Television Ltd.

সৌদি আরবে লিফট দুর্ঘটনায় আব্দুল মছব্বির (৪৪) নামের এক বাংলাদেশি শ্রমিক মারা গেছেন। নিহত মছব্বিরের বাড়ি সুনামগঞ্জের ছাতক উপজেলা করছখালী গ্রামে।

মছব্বিরের মামাতো ভাই আফতাব গণমাধ্যমকে জানান, স্থানীয় সময় মঙ্গলবার রাতে কাজে যোগ দেওয়ার জন্য মক্কার তায়েফ শহরের হোটেল দিবানের লিফটে করে পাঁচতলায় উঠছিলেন। এসময় লিফটের তার ছিঁড়ে সে নিচে পড়ে গেলে গুরুতর আহত হন।

আহত অবস্থায় তাকে স্থানীয় মালিক বিন ফয়সল হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে তিনি মারা যান। তার মরদেহ তায়েফ হাসপাতালের হিম ঘরে রাখা হয়েছে।

আর/ডব্লিউএন

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি