ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সৌদিতে সিলিন্ডার বিস্ফোরণে ৭ বাংলাদেশি নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৩৮, ১৯ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

 

সৌদি আরবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে সাত বাংলাদেশি নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার ভোর ৩টার দিকের এ ঘটনা ঘটে। বুধবার রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নিহতরা হলেন- লক্ষ্মীপুর জেলার কমলনগর থানার দক্ষিণ চরমাটি গ্রামের মো. নাসিরের দুই ছেলে জসীম উদ্দিন (২৬) ও ইব্রাহীম (২৩)। চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের বসন্তপুর গ্রামের আবদুল হকের ছেলে এমরানুল হক সোহেল (৩৪), ইমামুল হক মুন্না (২২) ও গুণবতী ইউনিয়নের দক্ষিণ শ্রীপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে সোহেল রানা (৩০)। ফেনী সদরের মহিউদ্দিন রাসেল (৩৫) এবং নিহত অপরজন চৌদ্দগ্রামের বাসিন্দা। তবে নাম-পরিচয় জানা যায়নি।

নিহতদের পারিবারিক সূত্রে জানা গেছে, সৌদি আরবের হাইল জেলার হোলাইফা শহর এলাকায় চাকরি করতেন তারা। প্রতিদিনের ন্যায় মঙ্গলবার রাতের খাবার খাওয়া শেষে একই রুমে সাত বাংলাদেশি ঘুমিয়ে পড়েন। বুধবার ভোরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটলে তাদের মৃত্যু হয়।

একে / এসএইচ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি